কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ ড. মো আবদুল মুঈদ ও তার কৃষিবিদ মেয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আজ শনিবার রাত ১১টার দিকে কৃষিবিদ ইনস্টিটিউটের মহাসচিব কৃষিবিদ মো. খায়রুল আলম প্রিন্স বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আজ বিকেলে করোনা পরীক্ষার ফলাফলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ও তার কন্যার পজিটিভ এসেছে। তারা দুইজনই চিকিৎসাধীন রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘এ ছাড়া আমাদের আরেক কৃষিবিদ নুরুল আমিনও করোনার উপসর্গ নিয়ে কোয়ারেন্টিনে আছেন। তার রেজাল্ট এখনো আসেনি।’