বাংলাপোস্ট ডেস্ক :
একটা অধঃস্থন সংঠনের ছিঁচকা-পুঁচকারা যখন এতটা বেপরোয়া হয়ে যায় তখন তার দায় প্রধান সংগঠনের উপর বর্তায়।
মাননীয় প্রধানমন্ত্রী, বেপরোয়া গাড়ি লোকালয়ে ঢুকে পরলে লোকজন চাপা পরে মরে! যেহেতু চালক আপনি, হয় ব্রেক চাপেন নয় ইঞ্জিন বন্ধ করে দেন! তবুও জনসাধারণ বাঁচুক। কারণ, আপনার দক্ষতাই পারে লোকজনের জান বাঁচাইতে। প্রয়োজনে কিছু দিনের জন্য গাড়ি সার্ভিসিং এ দিয়ে নষ্ট কলকব্জা পরিবর্তন করে নতুনটা লাগান। তারপরও নিরীহ মানুষ বাঁচান।
বাংলাদেশ সময়: ৮.৩০ ঘণ্টা, অক্টোবর ০৯,২০১৯
বাংলাপোস্ট২৪ /মনির হোসাইন