বাংলাপোস্ট২৪:( কে এম ইমরান হুসাইন ):

পিএইচডি ডিগ্রি অর্জন উপলক্ষে ছাত্র মজলিসের সংবর্ধনা অনুষ্ঠিত-

সম্প্রতি বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চারজন ভাইয়ের পিএইচডি সম্পন্ন হওয়ায় কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব অধ্যাপক ডক্টর আহমদ আব্দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব মজলিসের সম্মানিত আহবায়ক ও ইসলামী ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা আজিজুল হক।

সেক্রেটারি জেনারেল মোহাম্মদ Raihan Ali পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রশিক্ষণ ও ক্যাম্পাস সম্পাদক কে এম ইমরান হুসাইন , প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন, কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি নূর মোহাম্মদ, উত্তর সভাপতি মাহমুদুল হাসান রাসেল, নারায়ণগঞ্জ মহানগর সভাপতি শরীফ মাহমুদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি এবিএম শহিদুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট এনায়েত রাব্বি একরাম, শ্রমিক মজলিস ঢাকা মহানগর উত্তরের সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান প্রমুখ।

সংবর্ধিত অতিথিবৃন্দ-
১. অধ্যাপক ড. মাহবুব মোর্শেদ, সাবেক সেক্রেটারি জেনারেল।
গবেষণার বিষয় : Upland land use and land cover changes and its effect on downstream hydro-geomorphic process: A case study of Halda River

২. ড. মিজানুর রহমান খান, Mizanur Rahman Khan সাবেক কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক।
গবেষণার বিষয়: সুরা আল বাকারার ভাষাগত ও আলংকারিক পর্যালোচনা

৩. ড. মিজানুর রহমান, সাবেক কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক।
গবেষণার বিষয়: আল-কুরআনের মীছাক ও কসম: প্রকৃতি ও বৈশিষ্ট্য

৪. ড. মারুফ বিল্লাহ, সাবেক ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি।
গবেষণার বিষয়: এতিম ও প্রতিবন্ধীদের অধিকার সংরক্ষণ: পরিপ্রেক্ষিত বাংলাদেশ

এছাড়া জাতীয় পর্যায়ে হিফজুল কোরআন প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করায় হাফেজ রাইয়ান তানজিমকে সংবর্ধনা প্রদান করা হয়।