পোল্যান্ডে খেলাফত মজলিসের নতুন কমিটি ঘোষণা :
মুহাম্মদ রাজু আহমদ দোলন সভাপতি ও সেক্রেটারি ইমরান হোসেন

পোল্যান্ড ইউরোপে গণমানুষের সংগঠন খেলাফত মজলিস বাংলাদেশ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) পোল্যান্ড সময় বিকাল ৬টায় জুম মিটিংয়ে যুক্তরাজ্য থেকে খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মাওলানা আবদুল কাদির সালেহ আনুষ্ঠানিকভাবে ২০২৩-২৪ সাংগঠনিক সেশনের জন্যে ৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গোষণা করেন।

নতুন কমিটিতে ছাত্র মজলিস শ্রীমঙ্গল (মৌলভীবাজার জেলা) উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ রাজু আহমদ দোলনকে পোল্যান্ড ইউরোপ শাখার
সভাপতি পদে, মুহাম্মদ ইমরান আহমদকে সাধারণ সম্পাদক পদে এবং মাহমুদুর রহমান-কে বায়তুলমাল সম্পাদক পদে মনোনোয়ন প্রদান করে নাম ঘোষণা করেন। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কার্যক্রমকে আরও বেগবান করার জন্য গুরুত্বারুপ প্রদান করেন। তিনি বলেন, খেলাফত প্রতিষ্ঠার জন্য জানমাল কোরবানি করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জনের পথকে সুগম করতে হবে। প্রসঙ্গত, এর আগে পোল্যান্ডে মুহাম্মদ রাজু আহমদ দোলনকে আহবায়ক করে একটি আহবায়ক কমিটি ঘোষণা করে খেলাফত মজলিস।