২০২৩ সালের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত “মন তুই পরিযায়ী ” কবি সুরমা আক্তার-এর প্রথম কাব্যগ্রন্থ।
তিনি তীব্র রোমান্টিক এক কবি। তাঁর এই বইয়ের প্রতিটি কবিতার সঙ্গে আমার একটা নিবিড় সংযোগ আছে। বই প্রকাশের আগেই এই বইয়ের প্রতিটি কবিতা আমি গভীর মনোযোগ দিয়ে পড়েছি। এবং সত্যি বলতে কি, প্রতিবারই আমি তাঁর অনুভূতির গভীরতায় মুগ্ধ হয়েছি। এই যান্ত্রিকযুগের চরম কর্কশ স্বার্থপর পরিবেশেও একজন মানুষ এতটা নিটোল অনুভূতি মনে-মননে ধারণ করে আছেন, ভেবেই আমি বিস্মিত হয়েছি। কবির বিশ্বাস যখন পাঠকেরও বিশ্বাসে পরিণত হয়, কবির কবিতা তখন সত্যিকার অর্থেই সার্থক হয়। সুরমা আক্তার তাঁর কবিতাগুলো লিখেছেন নিজের বিশ্বাসের গভীরতা থেকে। সে কারণেই তাঁর কোনো কবিতা বাইরের চাকচিক্য দিয়ে মোড়ানো নয়। তাঁর অন্তর ভূমি থেকে স্বতোৎসারিত। ফলে পাঠককেও তাঁর ফলানো ফুল ও ফসলের ঘ্রাণ বা স্থান নিতে অনর্থক পাঁজি-পুঁথির সহায়তা নিতে হয় না।“


তিনি মূলত ভালোবাসার কবি, প্রেমের কবি। ভালোবাসায় মিলন এবং বিরহ যেমন আছে, তেমনই বিচ্ছেদও ঘটে। সুরমা আক্তারের কবিতায় প্রেম, বিরহ এবং বিচ্ছেদ খুব সাবলীলভাবে প্রকাশিত হয়েছে। তিনি যে কবিতায় প্রেমের কথা বলেছেন, সেখানে তিনি তীব্র আবেগী; যেখানে বিরহের কথা বলেছেন, সেখানে তিনি বিরহের বেদনাকে অতি ঘনিষ্ঠভাবে ধারণ করেছেন। আবার বিচ্ছেদ ঘটছে যেখানে- সেখানে তিনি তীরবিদ্ধ হরিণীর মতো তাঁর যন্ত্রণাকাতর। এই সূত্রেই আমি তাঁর কয়েকটি কবিতার দৃষ্টান্ত উপস্থাপন করতে চাই।

তাঁর এই বইয়েরই একটি কবিতার শিরোনাম “অনুভূতিতে ভালোবাসা”। এ কবিতায় কবি অনায়াসে তিনি তাঁর ভালোবাসার প্রতি বিশ্বাসের গভীরতাকে তুলে ধরেছেন এভাবে—

কতটা ভালোবাসলে তোমাতে বিলীন হতে কোনো দ্বিধা কোনো বাধাই সামনে আসে না।
বিশ্বাসের মাত্রার গভীরতা থাকে এমনই
যেখানে অবিশ্বাসের বীজ বপনের সাধ্য নেই কারো।

অথবা
তোমার পাগলামি ভালোবাসায় জীবন ভীষণ সুন্দর!
সুখানুভূতিগুলো চুইয়ে পড়ে জীবনের আনাচে-কানাচে। তোমার ভালোবাসার জন্যই পৃথিবীর অন্ধকারগুলো আমাকে ছুঁতে পারে না।
অনাবিল প্রশান্তি বয়ে চলে প্রবহমান জীবনে।

“ভালোবাসায় ফাগুন” কবিতায় আছে প্রেমিক-প্রেমিকার প্রথম মিলনের তীব্র অনুভূতির প্রকাশ। কবি লিখেছেন-

প্রথম দেখা প্রথম দৃষ্টি বিনিময়
তুলেছিল এক শিহরণের ঢেউ দুটো মনের অগোচরে।
তোমার পাশে বসায়
হৃদয়ে কাঁপন তুলেছিল।
আর লজ্জা জড়ানো মুখ
হয়েছিল রক্তজবা।
কথার ফুলঝুরি ঝরিয়ে
কখন মুঠোবন্দি করলে
দুখানা হাত-
আমি যেন হয়ে পড়লাম
লাজুক লতার শিহরিত বদন।
প্রথম দেখা প্রথম স্পর্শ
পলাশ-শিমুলের রঙের ছটায়
বসন্তের কোকিলের কুহুতান সব মিলিয়ে
আমাদের অনুভূতি ছিল কম্পমান।
ঝিলের পারে তোমার কাঁধে মাথা রেখে রক্তিম শিমুলতলায় সূর্যাস্ত দেখা ছিল
এক স্বপ্নময় অনুভূতি।

এই কবিতা কি প্রতিটি প্রেমিক-প্রেমিকার প্রথম অনুভূতির প্রকাশ নয়? এতটা সরল, এতটা সহজ, অথচ কতটা গভীর বিশ্বাসের সঙ্গে উচ্চারণ। এই সরলতা কবির মজ্জাগত, রক্তের প্রবহমানতা। তাই “তুমি আছ বলে” কবিতায় তিনি নির্দ্বিধায় বলতে পারেন-

তুমি আছ বলেই
জীবন এতটা সুন্দর
তুমি আছ বলেই
বসন্ত ছুঁয়ে থাকে সব সময়।

এ বইয়ে কবি নীলাদ্রিতা, এবং কবির কল্পিত প্রেমিক রুদ্রের কিছু কথোপকথন আছে। যেখানে কবির তীব্র রোমান্টিকতা পাঠককেও বিমোহিত করবে নিঃসন্দেহে। কেননা, প্রেমের এই অনুভূতি বা ভাবনা প্রতিটি নর-নারীর স্বপ্নে আনাগোনা করে।
রুদ্র কিংবা নীলাদ্রিতা যখন বলে,

তোমাকে নিয়ে জোছনা বিলাস করব, তোমাকে গানের মূর্ছনায় মাতাল করব। তোমার গানের মোহনীয়তায় আবিষ্ট হয়ে তোমার বুকে মুখ গুঁজে তোমার গান উপলব্ধি করব। আর আমার আবৃত্তি দিয়ে তোমাকে আবিষ্ট করব। আমার আবৃত্তি শুনে তুমি মোহাবিষ্ট হয়ে থাকবে আমার আলিঙ্গনে।

কিংবা
তোমাকে নিয়ে আমি সমুদ্রে যাব, পাহাড়ে যাব। সমুদ্রের জলে পা ডুবিয়ে তোমাকে পেছন থেকে আলিঙ্গন করে সূর্যাস্ত দেখব। তোমাকে আমার ভালোবাসার কথাগুলো বলব আবার নতুন করে। বলব আমাদের ভবিষ্যতের সুখের নীড়ের কথা।

তখন স্বাভাবিকভাবেই এগুলো সব প্রেমিক-প্রেমিকার মনের কথা হয়ে যায়। এই ধরনের রোমান্টিক ভাবনা ভাবেননি,
এমন প্রণয়-জুটি সমগ্র পৃথিবী খুঁজলেও পাওয়া যাবে না।

বাস্তব জীবনে একজন প্রকৃত বন্ধুর বড়ো প্রয়োজন। গতানুগতিক ধারায় আমরা মনে করি প্রেমিক-প্রেমিকা, কিংবা স্বামী-স্ত্রী পরস্পরের সবচেয়ে ভালো বন্ধু। সত্যিই কি তাই। আমরা আমাদের সব কথা কি আমাদের ঘনিষ্ঠ সঙ্গীর কাছে বলতে পারি? পারি না। যদি কেউ ভুল করে এই সরল কাজটি করতে যান, তার জীবনে গরল উঠতে বেশি সময় লাগে না। কেননা, অবিশ্বাস, ঈর্ষা, লোভ এবং মানসিক সংকীর্ণতা তখন প্রকট হয়ে ওঠে। আমাদের বাইরের মুখোস খুলে যায়। কিন্তু সত্যি বলতে কি, আমরা প্রত্যেকেই চাই, একজন ভালো বন্ধু। যার কাছে আমার কোনো সংকোচ, দ্বিধা, ভয়, লজ্জা, অর্থ বা স্বার্থ কোনো কিছুই দেয়াল হয়ে দাঁড়ায় না। কবি সুরমা আক্তারের “চাই- এমন একটা তুই-কে” কবিতায় আমাদের এই একান্ত গোপন ভাবনাটির সহজ প্রকাশ ঘটেছে। তিনি লিখেছেন-

আমার একটা তুই থাকা দরকার।
যার মুখচ্ছবি হবে মনের প্রশান্তি, যার ভাবনাতে ডুবে থাকলে পাব পরম তৃপ্তি।
সে হবে আমার পুরো ভালোবাসা।

আবার
ভাঙা মনের মজবুত মনোবল হবে তুইটা,
জীবনের চরম সুখের অনুভূতিটাও পেয়ে যাব তুইটার মাঝে।
বাঁচার মতো বাঁচব শুধুই তার অনুপ্রেরণায়-
সে হবে আমারই ভালোবাসা।

যে তুই কবির আমিত্বকে বদলাবে না, বরং তাঁর ভেতরের সুপ্ত প্রতিভাকে সুনিপুণভাবে বাইরে বের করে আনবে। কবিকে সমস্ত বিপদ বাধা থেকে আগলিয়ে রাখবে, জীবনের নাজুক মুহূর্তে বুকের উষ্ণতা দিয়ে জড়িয়ে রাখবে,
নিষ্ঠুর অমানবিক পৃথিবীকে ভালোবাসার গভীরতা দিয়ে করে দিবে স্বর্গের মতো সুন্দর। এমন একটা তুইকে কে না চায় বলুন? সব প্রণয়ীর চাওয়াই তো এমন।
কিন্তু বাস্তব জীবনে আমরা ঠিক এর উল্টোটাই তো দেখতে অভ্যস্ত। স্বার্থজড়িত ভালোবাসা। প্রেমের পূর্ণতায় যে দাম্পত্য- সেখানে কেবল স্বার্থ ও সন্দেহ,
সহিষ্ণুতার বড়ো অভাব। কোনো প্রেমই দাম্পতো বন্ধুর মতো খোলা মন নিয়ে সুস্থির থাকে না।
নিরবচ্ছিন্ন সুখ প্রেমের নিয়তি নয়। তাই কবি সুরমা আক্তারের কবিতা কেবল প্রেমের সুখমত্ততার কথাই বলে না। প্রেমের বিচ্ছিন্নতার গল্পও শোনায়। এবং সে বিচ্ছিন্নতার যে তীব্র বেদনা, সে বেদনারর কথাও তিনি নিজের হৃদয়ে ধারণ করেন, উপলব্ধি করেন এবং তার সুন্দর প্রকাশ ঘটান।
“ভালোবাসার স্বর্গভূমি” কবিতায় দাগা দেওয়া প্রেমিকের উদ্দেশ্যে তিনি লেখেন-

কেন তোমাকে ভুলতে পারছি না।
কেন পারছি না হৃদয়ের প্রতিটি স্পন্দন থেকে সরাতে।
হৃদয়ের প্রতিটি শিরা-উপশিরার রক্তক্ষরণ হচ্ছে না বন্ধ।
এ কী কষ্ট তুমি আমায় দিলে উপহার!

তিনি প্রতিটি মুহূর্তে প্রেমিকের কথা মনে করে ক্ষত-বিক্ষত হয়েছেন। আর বারবার প্রশ্ন করেছেন ছেড়ে যাওয়া প্রেমিকের উদ্দেশ্যে-

তুমি যদি জানতেই ছেড়ে যাবে
তবে এভাবে জড়ালে কেন আমায়?
পারি না নিতে এত কষ্ট আর!
আমাকে জীবন্মৃত করলে কেন আজ?

প্রেমে দাগা খাওয়া প্রত্যেক প্রেমিক-প্রেমিকার এ অভিব্যক্তি চিরন্তন। কাউকে ভুলতে চাওয়ার মানেই তাকে বারবার মনে করা। আর সরল বিশ্বাসে যাকে ভালোবাসা হয়, বিশেষ করে প্রথম প্রেম ডাকে মন থেকে মুছে ফেলা শুধু কষ্টদায়কই নয়, তীব্র থেকে তীব্রতর যন্ত্রণাদায়ক।

সুরমা আক্তর-এর ‘অনুভূতি ঝরে কবিতায়’ বইতে অত্যন্ত সুন্দরভাবে মানব-মানবীর এমনই নানান অনুভূতির বহিঃপ্রকাশ ঘটেছে।এছাড়াও বইয়ে আছে জীবনের প্রতিটি অনুভূতির প্রকাশ আছে সমাজের বিভিন্ন দিক নিয়ে লেখা আছে দেশ মাতৃকা নিয়ে লেখা। তাঁর কবিতার অগ্রযাত্রা অব্যবহত থাকুক। আমি পাঠকদের তাঁর এই বইটি সংগ্রহ ও পাঠ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি।

মিলন রায়
কথাসাহিত্যিক ও গবেষক
মোবাইল: ০১৬১১-৩৯৪৭০৪
ই-মেইল নম্বর: milon197 Iroy@gmail.com