বাংলাপোস্ট২৪:
ঢাকা বিজ্ঞান কলেজের কর্মচারী পিতার মেয়ে সালমা আখতার সুমিকে যৌতুকের দাবিতে গলায় ফাঁস লাগিয়ে হত্যায় করে গত ৭ ডিসেম্বর ২০১৯,বসুন্ধরার একটি আবাসিক ফ্লাট থেকে পুলিশ মৃত দেহ উদ্ধার করে।নিহতের স্বামী ওমর ফারুক পুলিশকে বলেন তার ইস্ত্রি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন।এ ব্যাপারে ভাটারা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এই দিকে নিহতের বাবা আব্দুস সালাম বলেন তার মেয়েকে হত্যা করা হয়েছে ফৰেনছিক রিপোর্ট ঢাকা মেডিক্যালে করা হয়েছে পুলিশ বলছে রিপোর্ট পেতে ৬০ দিন সময় লাগবে। ঘটনার সুষ্ঠ তদন্তের জন্য স্বরাষ্ট্র মন্ত্রী ডি সি গুলশান মহোদয়কে নির্দেশ দিয়েছেন।এই দিকে মেয়ের খুনের বিচার পেতে অসহায় পিতা সকলের কাছে যেয়েও বিচার পাচ্ছেন না ।