২২/০১/২০২০ এর পড়ন্ত বিকেলে হঠাৎ করে কলম হাতে নিয়ে ১৫ মিনিটের ব্যবধানে ৪১ লাইনে অনুভূতি প্রকাশের ব্যর্থ প্রয়াস…
“রিক্ত অনুভূতির ছোঁয়ায় মন”
মানুষের চাওয়া পাওয়ার
ব্যবধানে মিশে আছে সুখ দুঃখ
হাসি কান্না ও ভালবাসাবাসি
তবু মানুষ আশায় বাঁচে
বুকে তার অনিশ্চিত ভালবাসা রাশিরাশি
জীবনের কিছু মুহূর্তগুলো আনন্দলোকের
ঝলকানির বদলে হঠাৎ করে
হয়ে উঠে বেদনার নীল আকাশ
ভালবাসা নীরবে ডুকরে উঠে
অতৃপ্ত হৃদয় একটু চোখের
জল ফেলে দুঃখ ভোলার
আশায় খুঁজে ফিরে নির্জনতা
কিন্তু সে নির্জনতা হাতছানি
দিয়ে পালায় সর্বক্ষণ যেন
প্রকৃতি ও বাস্তবতার কষাঘাতে
আহত হৃদয়ের আকুল মিনতি শুধু
প্রিয়জনকে একবার ছুয়ে দেখা
কিংবা একবার চোখে দেখা
যা দিতে পারে অনাবিল শান্তি ও সুখ।
কিছু কান্না চোখে দেখা যায় না
শুধুই মিশে থাকে অনুভবে
হৃদয় যখন পাথর থেকে মরুভূমি
ঠিক তখনই হৃদয় বলে আবার
ভালবাসা সত্য, ভালবাসা সত্য, ভালবাসা সত্য ।
কি নিষ্ঠুর নিয়তি, কি পাষাণ পৃথিবী
যারে ধরিবারে চায় মন
হারায় বারেবার
মন ছুটে চলেছে আজ
অনিশ্চিত গন্তব্যে কোন কিছু
না পাবার আশায়
শুধু অনুভূতি বুকে নিয়ে
বেঁচে থাকার নাম অপেক্ষা
আর অপেক্ষার আরেক নাম বেদনা।
বেদনার পরে আসে সুখ
তাই মন দুঃখকে আপনা করে
ভালবাসার বেড়াজালে বেঁধেছে বুক
মনে তার অগাধ বিশ্বাস
একদিন সব হবে সব পাবে
তারই সাথে প্রার্থনা হোক সবার
পূরণ হোক সকল
হৃদয়ের অপ্রত্যাশিত প্রত্যাশাগুলো।
উৎসর্গ: হে অনবদ্য ড্রিনা (Drina- Defender of Mankind)