ক্রিসমাসের আগে জার্মানির রাস্তা এবং স্কয়ারগুলো এত ফাঁকা আগে কখনো দেখা যায়নি৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় লকাডাউন এসে ব্যস্ত এলাকাগুলোর কী হাল করেছেসাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে, জার্মানির ৬৯ ভাগ মানুষই মনে করেন করোনার দ্বিতীয় ঢেউ থেকে বাঁচার জন্য কঠোর লকডাউন খুব দরকার৷ মিউনিখের ক্রয়েসফিয়ের্টেল এলাকার মানুষও ঘর থেকে জরুরি প্রয়োজন ছাড়া না বের হয়ে লকডাউনকে সমর্থন জানাচ্ছে৷গত শুক্রবার স্যাক্সনি রাজ্যে মোট ৭০০ জনের দেহে করোনা ভাইরাসের উপস্থিতি ধরা পড়ে৷ বাউৎসেনের রাইশেনস্ট্রাসেও তাই লকডাউনে, রাস্তাঘাট পুরোপুরি ফাঁকা৷