বিতর্কিত এবং পরীক্ষামূলক শিক্ষাক্রম-২০২৩ জাতির জন্য অনুপযুক্ত
কেন্দ্রীয় সভাপতি
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী বলেন, ২০২৩ সালের নতুন শিক্ষাক্রমে পাঠ্যপুস্তকের নানান জায়গায় ৯২ শতাংশ মুসলমানের ধর্মীয় বিশ্বাসে আঘাত করার পাশাপাশি ইসলাম ধর্মের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা চালানো হয়েছে। তিনি আরও বলেন, ২০২৩ এর নতুন শিক্ষাক্রমের পাঠদানের জন্য এখনো দেশের সরকারি স্কুলের শতভাগ শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনা যায়নি। আর বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার কার্যকরী কোন উদ্যোগ-ও এখন পর্যন্ত দেখা যাচ্ছেনা। এছাড়া দেশের শিক্ষা ব্যবস্থার বাস্তবতায় আনুপাতিক শিক্ষক এবং শিক্ষার্থীদের সংখ্যার আলোকে ধারাবাহিক মূল্যায়ন প্রক্রিয়া-ও যথোপযুক্ত নয়। তাই সুন্দর জাতি গঠনে সত্যিকারের বুদ্ধিজীবী এবং ধর্মীয় স্কলারদের সমন্বয়ে শিক্ষা কমিশন গঠনের মাধ্যমে নতুন শিক্ষানীতি প্রণয়নের আহবান জানান তিনি। আজ ১৭-ই ফেব্রুয়ারী-২০২৩ তারিখে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত কর্মী শিক্ষা সভায় প্রধান অতিথি’র বক্তব্য দিতে গিয়ে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সংগঠনের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও শাবিপ্রবি সভাপতি জাকারিয়া হোসাইন জাকিরের সভাপতিত্বে ও সেক্রেটারি হোসাইন আহমেদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মী শিক্ষা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি জাবেদুল ইসলাম চৌধুরী, সিলেট মহানগর সভাপতি লিটন আহমদ জুম্মান এবং শাবিপ্রবির সাবেক সভাপতি মাহবুবুর রহমান তালুকদার।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার সাবেক সভাপতি সাদিকুর রহমান, শাবিপ্রবির সাবেক সেক্রেটারি আব্দুর রহমান আল মাসুদ, ইমরুল কায়েস নাহিদ, প্রশিক্ষণ সম্পাদক ছিদ্দিকুর রহমান, বায়তুলমাল সম্পাদক আমিরুল ইসলাম, ছাত্রকল্যাণ সম্পাদক নাসিফ আনোয়ার খান, ক্যাম্পাস কার্যক্রম বিষয়ক সম্পাদক শাহীন মিয়া, পাঠাগার ও সাহিত্য কার্যক্রম বিষয়ক সম্পাদক রায়হান উদ্দিন, অফিস ও প্রচার সম্পাদক আনিসুর রহমান প্রমুখ।