অনলাইন ডেস্ক :

শিবির সন্দেহে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই সাবেক ছাত্রকে আটক করে পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তাদেরকে আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আটক দুইজন হলেন- সরকার ও রাজনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী (৪১ তম ব্যাচ) সাদ শরীফ এবং প্রত্নতত্ত্ব বিভাগের (৪২ তম ব্যাচ) নূরুল আমিন। দুইজনের বাড়ি লক্ষ্মীপুর জেলায়।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকা থেকে তাদেরকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে করা মশাল মিছিল চলাকালে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে তাদেরকে আটক করে প্রক্টরিয়াল টিম। 

প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী মোড় থেকে মিছিলে যোগদানের সময় তাদের মোটরসাইকেলসহ আটক করা হয়। তারা যে শিবিরের সাথে সংশ্লিষ্ট তার পক্ষে যথেষ্ঠ তথ্য প্রমাণ আমরা পেয়েছি।’

তাদের কাছ থেকে শিবিরের কার্যক্রম সম্পর্কে অনেক তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন প্রক্টর। এসব তথ্যের সত্যতা যাচাই করে সেগুলো প্রকাশ্যে আনা হবে জানিয়ে প্রক্টর আরো বলেন, ‘মশাল মিছিলে শিবির ও ছাত্রদল অংশ নেবে এমন তথ্যের ভিত্তিতে আমরা সারাদিন ক্যাম্পাস পর্যবেক্ষণে ছিলাম। মিছিল চৌরঙ্গী এলাকায় গেলে তাদের দুইজনকে গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে মোটরসাইকেলসহ আটক করি। আটকের পর তাদের মোবাইল ও হোয়াটসঅ্যাপে শিবির সংশ্লিষ্ট একাধিক তথ্য পাওয়া গেছে।’

বাংলাদেশ সময়: ৭৪৮ঘণ্টা, অক্টোবর ২৩,২০১৯
বাংলাপোস্ট২৪/জামিল
সূত্র:বিডি -প্রতিদিন