বাংলাপোস্ট২৪ঃ ( ইতালি প্রতিনিধি) :

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্পেনের রাজধানী মাদ্রিদে বরণ করতে ইতালী আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইদ্রিস ফরাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্পেনের পৌ‌চ্ছেন।

ইতালী আওয়ামী লী‌গের প্র‌তি‌নি‌ধি দ‌লে আছেন সা‌বেক সভাপ‌তি মাহতাব হো‌সেন, সহ সভাপ‌তি হাজী মো: জ‌সিম উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক আবু তা‌হের, বিজ্ঞান ও প্রযু‌ক্তি বিষয়ক সম্পাদক মো: বাবু ঢালী, তুস‌কোলানা আওয়ামী লী‌গের সভাপ‌তি জ‌হিরুল ইসলাম, নাপলী আওয়ামী লী‌গের সাধারন সম্পাদক কুদ্দুস বেপারী, ইতালী যুবলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি উজ্জ্বল মৃধা, ভারপ্রাপ্ত সাধারন এনা‌য়েত ক‌রিম, সদস্য শাহাদাৎ হো‌সেন র‌নি, ইমরান মাতবর, র‌ফিক বেপারী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান, মো‌মেনা আক্তার লি‌লি সহ অ‌নে‌কে।

সবার সঙ্গে এদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মাহাতাব হোসেন সহ-সভাপতি হাজী মোহাম্মদ জসিম উদ্দিনহহ যুবলীগের নেতৃবৃন্দ। স্থানীয় সময় বেলা ১২টায় তারা মাদ্রিদ পৌঁছবেন।

বিশ্বজলবায়ু সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ স্থানীয় সময় বিকেল সাড়ে পাঁচটায় মাদ্রিদে পৌঁছারকথা রয়েছে। আগামীকাল বিশ্ব জলবায়ু সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।ইতালি ছাড়াও সর্ব ইউরো‌পিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মজিবর রহমান ইতিমধ্যে মাদ্রিদে গিয়ে পৌঁছেছেন।
ইতালি ছাড়াও জার্মান, বেলজিয়াম ,ফ্রান্স প্রভৃতি দেশের নেতাকর্মীরাও যাচ্ছেন স্পেনে।

বাংলাপোস্ট২৪/ ইসমাইল হোসেন স্বপন