একটা আগুন পাখির ঝাপটায় জ্বলে যায় আমার আস্ত শরীর।
-বলো কি করি?
রাত হলেই শরীর হয় অবুঝ অস্হির।
-শান্ত হতে নিজেই তাই নিজেকে আগলে ধরি।

মোমের শরীর তোমার এখনও
ভীষন আগুনমুখি।
একলা মানুষ- আমার আগুন
বলো কোন আগুনে আমি রাখি?

তোমার আগুন নাই বা পেলে-
নিজ আগুনই দেই যে মেলে।

পুড়ে যদি যাই নিজ আগুনে
-কার কি আসে যায়!
পোড়া মন তোমার আগুনে
-পোড়ার নেশায় পেয়েছে যে আমায়।

সকাল বিকাল এখন আমি বরফ জলেই থাকি-
সন্ধ্যে হলেই শরীরে জুড়ে উড়ে অস্হির এক আগুন পাখি।

বয়স হয়েছে, তবুও কেনো
শরীর -মনে এতো অসহ্য ছটফটানি।
তাইতো জরুরী ৯৯৯ ফোন করে ফায়ার ব্রিগেড ডেকে আনি।

নিভেও যদি যায় শরীরের আগুন,
তবু মন নিয়েতো বাঁচি।
তোমার আগুন যত্নে রেখো-
পোড়াতে চাইলে আমিতো আছি।
————————————
রশিদ হারুন
১৯/০৩/২০২০