কবি রশিদ হারুন
একদিন বোধহয় আমরা বেঁচে ছিলাম!!

যেদিন থেকে,
তোমার শরীরে এক না দেখা
অন্য পুরুষের ছায়ার বিলাপ-
সেদিন থেকেই,
আমার ছবি তোমার ঘরের দেয়ালে
উল্টো হয়ে কালো কাপড়ে ঢেকে থাকে।

অথবা যেদিন থেকে,
আমার দীর্ঘশ্বাসের সমান
এক অন্য নারীর বুকের দৈর্ঘ্য প্রস্থ,
সেদিন থেকেই,
তোমার ছবি অন্ধ পেঁচার মতো আমার ঘরের দেয়ালে উল্টো হয়ে ঝুলতে থাকে।

আসলে আমরা হয়তো কোনদিনই বাঁচিনি।
বেঁচে থাকলে কারো ছবি
এভাবে দেয়ালে কখনো উল্টো হয়ে ঝুলে!!
—————————————
রশিদ হারুন
৩০/১১/২০১৯