নতুন মহল্লার বেবাক বাড়ি ধইরা
আমার মাথাডা খালি সো সো কইরা
কে যে উড়ায় এই ঢাউস মাথাডা?
মাথাডা দুই হাতেও ধইরা থামাইতে পারিনা!
চোখখে মুখখে খালি তোমার দোষ লাগা বাতাস খালি বাইরায়।
আমার মাথার তার গ্যাছে বুঝি আইজ ছিঁড়া।

আমারে খালি চুমা দিয়া ছাইড়া দিবা,
আর শরীরডার মধ্যে শইল মাছ লাফাইতে লইলেই-
অসভ্য রকম গালি দিয়া পালাইবা।
নতুন কোন বাড়িত থাহ তুমি জানাইবা।
নিশীত রাইতের বেলায়
আমারে ছাড়া আদরের কোলবালিশ ধইরা ঘুমাইবা তুমি,
আমি সারারাইত তোমার চুমার কথা ভাবতে ভাবতে শইল মাছ মারমু,
আমারে ভাবছো কী?
আমি অমন মানুষ না।

নতুন মহল্লা জুইড়া তোমারে খুঁজি,
আমার শইল মাছ মারলে তুমিই মারবা।
লাগলে একজীবন তার ছিঁড়া মাথা
লইয়া-
এই মহল্লা দাবড়ামু তোমার লাইগা।
আমারে চুমা দিতে গেলা কেন?
খোদার কসম-
সাবধানে থাইক্কো,
আমার মাথার তার গ্যাছে বুঝি আইজ ছিঁড়া!!
————————
রশিদ হারুন
১৯/০২/২০২০