ভুল করে,
শুধু ভুল করে বুকের দরজা খুলেছিলাম একদিন!
তারপর থেকে,
একটা আস্ত আমাবশ্যার চাঁদ সুযোগ বুঝে ঢুকে গেলো সেখানে।
তখন থেকে দশ রাত-
এই বুকে সব দখিনা হাওয়া বন্ধ।
বাতাসের করুন কম্পন আর বিষাক্ত কান্নার ছটফটানি,
বুকে ভিতরেই সামন্য জোছনার জন্য জোনাকি পোঁকার বুভুক্ষুর মতো প্রার্থনা!

কিছুক্ষণ পর পর
বুকে কালো পাথরের মতো ভয়ংকর অন্ধকার ছিড়ে ছিড়ে পরা!!
প্রতি মূহুর্তে বুকে মাতম করে কেঁদে কেঁদে
নিজেকে অভিষাপ দেওয়া,
এ নাহলে কান্না কিসের!!

বুক ছেড়ে বেড়িয়ে যাচ্ছে কিছু অবোধ শব্দ,
রক্তাত শব্দ।
‘ ভুলে গেলে একদিনেই সব,
দিয়ে ছিলামতো অনেক দিন রাত্রি!’

এ নাহলে মরণ কিসের?
তা নাহলে কারো বুকের ভিতরে
মৃত জোনাকি পোঁকার কফিনের সারি
মাইলের পর মাইল জায়গা দখল করে থাকে।

এ নাহলে কষ্ট কিসের!!
ভুলে গেলে একদিনেই সব?
————————————-
রশিদ হারুন
১৬/০২/২০২০