বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ফুয়ারা উদ্বোধন করেছেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। সোমবার সকাল ১১ টায় নির্মিত ওই ফুয়ারা উদ্বোধন করা হয়। পরে বানাইল হতে বন্তেঘড়ী পর্যন্ত কাপেটিং রাস্তার উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। ফলক উন্মোচন শেষে তিনি ফুয়ারা চার পাশের কারু-কার্য ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়্যারম্যান ফিরোজ আহমেদ রিজু, উপজেলা নির্বাহি কর্মকর্তা আলমগীর কবির, পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক, ভাইস চেয়্যারম্যান রেজ্জাকুল রেজ্জাকুল ইসলাম রাজু, উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদক মোস্তাফিজার রহমান মোস্তা, পি আই ও জসিম উদ্দিন, মাধ্যমিক শিা কর্মকর্তা মিজানুর রহমান এবং ইঞ্জিনিয়ার মোবারক হোসেন সহ অন্যান্যরা
বাংলাপোস্ট 24/সাফিউল