নিজস্ব প্রতিবেদক
ঢাকা : র্যাবের মহাপরিচালক বেনজীর আহমদের বিশাল প্রতিকৃতি অঙ্কন করলেন বিয়াম মডেল স্কুল ও কলেজ বগুড়ার চারু ও কারুকলা বিষয়ের শিক্ষক চিত্রশিল্পী আবু লায়েছ নিক্সন। সম্প্রতি বগুড়ায় “জঙ্গিবাদ, সন্ত্রাস এবং মাদক বিরোধী আলেম ওলামা সমাবেশ’ অনুষ্ঠানে র্যাব মহাপরিচালককে প্রতিকৃতি তুলে দেন বগুড়ার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভুঞা। চিত্রশিল্পী আবু লায়েছ নিক্সনের চিত্রটি এক্রেলিক মাধ্যমে ৩০x ৩৬ ইঞ্চি মাপের ক্যানভাসে আঁকা।
বাংলাপোস্ট/১২ ফেব্রুয়ারি ২০২০