নিজস্ব প্রতিবেদক

ঢাকা : অনলাইন সংবাদ মাধ্যম বাংলানিউজটোয়েন্টিফোর.কম-এর স্টাফ করেসপন্ডেন্ট (ক্রাইম) মিরাজ মাহবুব ইফতির একটি প্রতিবেদন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে। গত ৪ নভেম্বর বাংলানিউজে ‘ট্রাফিকের গায়ে থাকবে ক্যামেরা, অবৈধ সুবিধা নিলেই ব্যবস্থা’ এ প্রতিবেদন প্রকাশ হয়। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পরই ব্যাপক ভাইরাল হয়।
এখন পর্যন্ত সংবাদটি ৭০ হাজার শেয়ার হয়েছে।

সাংবাদিক ইফতির ক্যারিয়ারে এটি সর্বোচ্চ শেয়ার হওয়া একটি প্রতিবেদন। প্রতিবেদন প্রসঙ্গে উদীয়মান ক্রাইম সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি বলেন, এটা অামার করা সর্বোচ্চ শেয়ার হওয়া সংবাদ। এরকম শেয়ার হলে নিজের কাছে অন্যরকম ভালো লাগে। কাজে উৎসাহ যোগায়। তিনি বলেন, সবাই উৎসাহ দেয়, এটা কাজ করতে প্রেরণা যোগায়।

সাংবাদিক মিরাজ মাহবুব ইফতি ক্রাইম সাংবাদিকতায় যোগদানের পর এবারই প্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশের সংবাদ সম্মেলনে কাভার করতে যান। প্রথম দিন ডিএমপি কমিশনারের সংবাদ কাভার করে বাজিমাত করলেন রাজধানীর কালশী এলাকার বাসিন্দা এই তরুণ সাংবাদিক। প্রথম দিনই ফেইসবুকে সর্বোচ্চ শেয়ারের রেকর্ড গড়লেন ক্রাইম নেতা মিরাজ মাহবুব ইফতি।

বাংলাদেশ সময় : ১০১০ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯