মুনতাসির আলী:
হিংসা, ক্ষমতার দম্ভ, অহঙ্কার, ক্ষমাহীনতা, অস্থিরতা, বস্তুর প্রতি অতিরিক্ত চাহিদা স্বাভাবিক প্রবৃত্তিকে নিয়ন্ত্রণে না রাখতে পারা, মানসিক অস্থিরতা, দেশ ও দশের প্রতি দায়িত্ব ভুলে যাওয়া, স্বার্থপরতা, আইনের প্রতি অবহেলা আমাদের সমাজ ও সভ্যতা ভেঙে চুরমার করে চলেছে।
আমরা ভুলে গিয়েছি, পৃথিবীর অনেক সভ্যতা মায়া, সুমেরীয়, মেসোপটেমিয়া ও সিন্ধু সভ্যতা দীর্ঘদিন টিকে থাকলেও এক সময় হারিয়ে গিয়েছে। এরই ইতিহাস থেকে শিক্ষা না নেয়া এবং তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কারণে আরো অনেক সভ্যতাই হারিয়ে যাবে।
সিগনাল বোধহয় চলছে।
সত্যের প্রতি নিষ্ঠা, সমাজ ও সভ্যতার প্রতি নৈতিক দায়িত্ব পালন, সুস্থ্য সংস্কৃতি সম্পন্ন মানুষই পারবে যে কোনও বাধা দূর করতে। যুদ্ধ চাই না, অস্ত্র চাই না বিজ্ঞান মানবসভ্যতার কল্যাণে ব্যবহার হোক।
সব মানুষই হোক আমার ভাই। সবার সুখ হোক আমার সুখ। সবার দেশ আমার দেশ।
লেখক:ব্যবসায়ী ও রাজনীতিবিদ 4/4/2020