এম এম নাছিরঃ
না এ কোন ফুটবল মাঠের দর্শকের দৃশ্য বা কোন জনসভা নয়। এ দৃশ্যটি পানি পড়া নেওয়ার জন্য আগত মানুষের ঢল!
কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চরপলাশ গ্রামে কথিত কবিরাজের পানি পড়া নেওয়ার জন্য মানুষের জোয়ার ।
তীর্থের কাকের মতো পানি পড়া নেওয়ার জন্য হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড় !