কবি জান্নাতুল বাকী

এই প্রথম এতোটা সুদীর্ঘ সময়
ইট পাথর ভাঙনের শব্দ শুনতে পাইনি।
এই প্রথম আমি,
এতোটা প্রহর শেষে তোমার ঘর্মাক্ত মুখ খুঁজে পাইনি।
কথা ছিল দেখা হবে কাশবন বিহারে,
নামুক বৃষ্টি কিংবা খরতাপ থাকুক সে দ্বিপ্রহরে।
নীরবতায় এতো অসহায়ত্ব লুকিয়ে থাকে
আগে তা কখনও ভাবিনি।
জগতের থিয়েটারে রোজ কত নাটক নামে,
অথচ অপারেশন থিয়েটারে
যমে মানুষে টানাটানি করে।
জগত জুড়ে চলছে খেলা,
মৃত্যুর মিছিল আর বাড়ছে লাশের কাফেলা,
মানছে না বাধা,
কে সন্ন্যাসী আর কে বা রাধা।
এই প্রথম,এতটা সময় আমি নিরব নিরাসক্ত,
এই প্রথম আমি এতটা সুতীব্র নিজেতেই বিরক্ত।

লকডাউনের দিনরাত্রি।
৩০ এপ্রিল,ঢাকা।