নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেছেন, পরিবারের চেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পৃথিবীর কোথাও নাই। পৃথিবীর সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয় হলো পরিবার। যে পরিবারে সুশিক্ষা দেওয়া হয়েছে, সে পরিবারের সন্তান কোনদিনও খারাপ পথে যায়নি, যাবেও না। কিন্তু যে খারাপ হয়েছে, খোঁজ নিয়ে দেখেন, তার পরিবার তাকে ভালো শিক্ষা দিতে পারেনি।’
শুক্রবার (১৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস অ্যাসোসিয়েশন (বাচকা) ও জেরিয়াট্রিক ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অভিষেক ও লোগো উন্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য আরও বলেন, ‘ক্রমান্বয়ে আমরা আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছি। প্রজন্ম থেকে প্রজন্ম দিন দিন আত্মস্বার্থ নিয়ে চিন্তা করছে। প্রত্যেক পরিবারেই প্রবীণ মানুষ রয়েছেন। আমাদের দেশ ও সংস্কৃতি যৌথ পরিবারের সংস্কৃতি। তাই প্রতিটি পরিবারে ছোট সদস্যদের এ ব্যাপারে শিক্ষা দিয়ে গড়ে তুলতে হবে।’
নাট্য ব্যক্তিত্ব ইনামুল হক বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৬৪তম ব্যাচের ছাত্র ছিলাম। আমরা বিশেষ সময়ে যখন একসঙ্গে সমবেত হই, তখন সবাই যার যার সন্তানের খোঁজ খবর নেই। আমি যখন কাউকে বলি, আপনার ছেলেমেয়ে কোথায়? তারা গর্বের সঙ্গে বলেন, ছেলে আমেরিকাতে ও মেয়ে অস্ট্রেলিয়াতে। এরপরই তাদের গৌরবটা ভেঙে যায়। পরে দীর্ঘশ্বাস ফেলে তারা বলেন, নাহ্, আমরা বড় একা।’ তিনি নতুন প্রজন্মকে সংস্কৃতমনা করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক সচিব কাজী আখতার হোসেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব মো. রাশিদুল হাসান আজাদ প্রমুখ।