নিজস্ব প্রতিবেদক
ঢাকা : বগুড়ায় ‘ইচ্ছে তুলি’ আর্ট গ্যালারির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে বগুড়ায় শহীদ খোকন পার্কে এই চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সাইফুন নাহার লিনা ও আবু লায়েছ নিক্সনের পরিচালনায় বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান ময়নার তুলির একটি আঁচড় থেকে শুরু হয় বিজয় ক্যানভাস চিত্রায়ন। এই প্রতিযোগিতার পাশাপাশি ইজেলে থাকে ৮’x৩’ ফুট মাপের দুইটি সাদা জমিনের রেডি ক্যানভাস। একটি থাকে বগুড়ায় উপস্থিত গণমানুষের তুলির আঁচড়ে বিজয় দিবস উদযাপনের জন্য। অপর ক্যানভাসটি অঙ্কন ও চিত্রায়ন হয় তৌফিক হাসান ময়নার প্রথম আঁচড় থেকে। চিত্রশিল্পী মোঃ আবু লায়েছ নিক্সন দক্ষ হাতের টান -টোন , রং ও রেখার বিন্যাসে l উন্মুক্ত মাঠে পড়ন্ত বিকেল থেকে সন্ধ্যা অবধি হাজারো মানুষের নজর কারে ছবিটি l জাতীয় দিবস গুলোর গুরুত্ব ও চেতনা নতুনদের মাঝে তুলে ধরতেই চিত্রশিল্পী নিক্সন এই আয়োজনটি কয়েক বছর ধরে নিয়মিত করে যাচ্ছে।
বাংলাদেশ সময় : ০৮২০ ঘন্টা, ডিসেম্বর ১৭,২০১৯