বাংলাপোস্ট ডেস্ক :
শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের শাহপরান হলে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বিশেষ কক্ষের বরাদ্দ দেওয়া হয়েছে।
বিশ্বদ্যিালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থীরা কোন ধরণের রাজনৈতিক প্রভাব ছাড়াই এই কক্ষের সিটের জন্য আবেদন করতে পারবেন। বৃহস্পতিবার শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. মিজানুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, প্রতিবন্ধী শিক্ষার্থীদের বিভিন্ন দিক বিবেচনা করে আপাতত শাহপরান হলের নিচ তলায় ১০১ নং কক্ষটি বরাদ্দ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের এক শিক্ষকের অধীনে কক্ষটি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী করে সংস্কার করা হচ্ছে। কিছুদিনের মধ্যেই শিক্ষার্থীরা এই কক্ষে উঠতে পারবে।
বাংলাপোস্ট২৪/ জামিল
বাংলাদেশ সময়:১২১৭ ঘন্টা ,১৯অক্টোবর ২০১৯