কবি রশিদ হারুন

আমার নিজের জীবনের দিকে যখন তাকাই খুব আশ্চর্য্য হয়ে যাই মাঝে মাঝে। আমি কার জীবন যাপন করছি!! এক জীবনের মাঝে এতো উপজীবন, এতো গলির মোড়, অনেক অস্হিরতা, অনেক বিষন্নতা, হঠাৎ বিশাল সুখ, আবার অনেক স্বপ্নের আত্মঃহনন আর বিরাট স্বপ্নহীন সময় –
সবই অর্থহীন মনে হয় হঠাৎ হঠাৎ। কোনো মনে হয় এই গন্তব্যহীন ছুটে চলা।

আমি জীবনের এই পরতি বেলায় বুঝেছি, ‘এ জীবন আমার নয়’।

জীবনের মানে খুজতে গিয়ে কবিতার পিছনে ছুটছি, কবিতার মধ্যে জীবন খুজঁছি, কবিতা লিখছি। কবিতা হয় কিনা বুঝিনা , তবে আমার এই অস্হিরতা মাঝে মাঝে বিশ্রাম নেয় নতুন কবি উপজীবনে।
আমার এই ‘কবি জীবন’ এর প্রার্থনা আর কবিতা লেখার উন্মাদনার কোনো মানে আছে কিনা এই জীবনে জানিনা , তবে খুব টের পাই বুকের মধ্যে এক পাগলা হাহাকার নিয়ে-

“যার জীবেন একবার এই কবি জীবনের নেশা ধরে সে মরবে নাম না জানা এক অদ্ভুত বিষাদে”।

কবি হারুন রশিদ

কবি রশিদ হারুন
০৩/১১/২০১৯