নিজস্ব প্রতিবেদক
ঢাকা : বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের সঙ্গে যুক্ত হলো ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। সোমবার (২ ডিসেম্বর)
সকালে ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের ভবন-৬ এ ক্যামব্রিজ ইংলিশ টিচিং অ্যান্ড এক্সাম সেন্টারের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের সাউথ এশিয়া রিজিয়নের হেড অফ বিজনেস ডেভলপমেন্ট মানিশ পুরী উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লায়ন এম কে বাশার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসবি ক্যামব্রিয়ান এডুকেশন গ্রুপের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট লায়ন খন্দকার সেলিমা রওশনসহ উর্ধ্বতন কর্মকর্তারা। বক্তারা বলেন, বিশ্বখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীনে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ সারা বিশ্বে সমাদৃত। শুধু ক্যামব্রিয়ানের শিক্ষার্থীরাই নয়, ইংরেজিতে দক্ষ হয়ে উঠার এই কার্যক্রম অংশ নিতে পারবে দেশের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।
বাংলাদেশ সময় : ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৯