মালায়েশিয়ায় প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের বিরুদ্ধে সেখানকার সংসদে আগামী সপ্তায় পূর্ব নির্ধারিত যে অনাস্থা ভোট হবার কথা তা স্থগিত করা হয়েছে। এর আগে সংসদের স্পীকার মোহাম্মদ আরিফ মোহাম্মদ ইউসুফ জানান, সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহ্ম্মদ তাঁর উত্তর সূরির বিরুদ্ধে যে প্রস্তাব এনেছিলেন তাতে ১৮ই মে, সোমবার সংসদে ভোট হবার কথা ছিল। তবে গতকাল স্পীকার জানান যে, তিনি প্রধানমন্ত্রী মুহিউদ্দিনের কাছ থেকে একটি চিঠি পান যেখানে বলা হয় যে করোনাভাইরাস মহামারি যেহেতু এখনো কমে যায়নি, সেহেতু আলোচ্যসূচিতে একমাত্র বিষয় হবে রাজার উদ্বোধনী ভাষণ।

৯৪ বছর বয়সী মাহাথিরের ক্ষমতাসীন জোট ভেঙ্গে পড়লে তিনি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা থেকে সরে দাঁড়ান। মুহিউদ্দিন, যিনি মাহাথিরের মন্ত্রীসভায় স্বরাষ্ট্র মন্ত্রী পদে ছিলেন, তিনি সরকার গঠনের পর United Malays National Organization দলের বহু সদস্যকে তাঁর সরকারে অন্তর্ভুক্ত করেন। এই দলটি ১৯৫৭ সালে ব্রিটেনের কাছ থেকে মালায়েশিয়ার স্বাধীনতার পর থেকে ২০১৮ সাল পর্যন্ত মালায়েশিয়ায় ক্ষমতাসীন ছিল। ২০১৮ সালে মাহাথিরের জোট দলটিকে পরাজিত করে। ভোটদাতারা তখন তাদের ক্ষমতাচ্যুত করেন দলের দূর্নীতি বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজ্জাকের কেলেঙ্কারি এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ ব্যাংকের অর্থ আত্মসাৎকে কেন্দ্র করে।